Somadhi(সমাধি) লিরিক্স

Title : Somadhi
Singer : James

ঐ ওপারের ডাক, এসে গেছে

শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে,
তুমি আসনি অভিমানী, এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে,
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
অস্তাচলে সূর্য ডুবে গেলে
ফিরিয়ে, তাকে কি আনা যায়,
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসত তোমায়।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
লোনাজ্বলে প্রাণহীন অপ্সরী
হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবী তোমার অসহনীয় মনে হবে।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

Amar moton ke ache bolo lyrics

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

এই নীল মনিহার লিরিক্স

দিওয়ানা মাস্তানা জেমস

আলপনা তুমি মোরে ভুলে গেছ