ঝাউ বনের পথ ধরে |ফিডব্যাক|
ঝাউ বনের পথ ধরে
চলেছি একা একা
কত দূরে যাব আমি জানি না
কত দূরে যাব জানি না
নদীর স্রোত যেখানে থেমে গেছে
সে কি আমার ঠিকানা।।
মুক্ত হাওয়ায় হাওয়ায়
চৈতী তালে তালে
বলাকারা ঐ উড়ে যায়
সোনালী আকাশ জুড়ে।
সন্ধ্যা নেমে এলো
বলাকারা ফিরে গেল
আমি শুধু রয়ে গেলাম
এক পলকের আশায়।।
Comments
Post a Comment