সূচনা "কমাল আহমেদ"

শিরোনাম : সূচনা
শিল্পী : কমাল আহমেদ
ব্যান্ড : ডিজিটাল
অ্যালবাম : একা
……………………………
সূচনা, কেমন আছো, কোথায় আছো জানিনা।
সুখে থেকো এইটুকু মোর কামনা, সূচনা।।

কথার মালা দিয়ে গেথেছিলাম, ভালোবাসার গান
সূরের প্রতিমা গড়েছিলাম, দিয়ে মনপ্রাণ।।

ভেঙ্গে গেছে কত আশা, ভেঙ্গেছে সুর-সাধনা, সূচনা
সূচনা, কেমন আছো, কোথায় আছো জানিনা

ফেলেছো কি তুমি কখনো, দু’ফোঁটা চোখের জল
ঘুমহীন মোর দুটি চোখে, জলে ছলছল।।

প্রেম চিঠি লিখবো না আর, আর কখনো কাঁদবো না, সূচনা
সূচনা, কেমন আছো, কোথায় আছো জানিনা

সূচনা, কেমন আছো, কোথায় আছো জানিনা।।
সুখে থেকো, এইটুকু মোর কামনা, সূচনা

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

ঐ দূর থেকে দূরে |ফিডব্যাক|

Amar moton ke ache bolo lyrics

পাখি উড়ে যা লিরিক্স

পত্র দিও জেমস

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস