Sweety | সুইটি | Ark With Lyrics



শিরোনাম : সুইটি

শিল্পী : হাসান

অ্যালবাম : তাজমহল

ব্যান্ড: আর্ক





সুইটি তুমি আর কেঁদো না,

অভিমান করো না,

দূরে দূরে থেকো না,

ঘুম আসে না আহা হা,

ঘুম আসে না নারে না

ঘুম আসে না।

তুমি আমি যে তরীর হাল ধরেছি,

পাড়ি দেব মোরা বহু দূর,

পথে বাঁধা কত পাহাড় মরু,

তবুও তুমি ভেঙ্গে পড়োনা পড়োনা,

ঘুম আসে না আহা হা,

ঘুম আসে না নারে না

ঘুম আসে না।

আমি হাটি কোন পথ না মাড়ানো পথে,

কণ্ঠে কত সুর কত গান,

তুমি আছ শত মাইল পথ দূরে,

একাকী বেদনা সয় না সয় না,

ঘুম আসে না আহা হা,

ঘুম আসে না নারে না

ঘুম আসে না।

Comments

  1. অসাধারণ এই গানটি

    ReplyDelete
  2. লিরিক্সে প্রচুর ভুল! এগুলা শুধরে ফেলুন অনুগ্রহ করে!!!!

    ReplyDelete

Post a Comment

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

পত্র দিও জেমস

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

রিক্সাওয়ালা জেমস