সুস্মিতার সবুজ ওড়না জেমস


শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না
সুরকারঃ জেমস
গীতিকারঃ দেহলভী
বছরঃ ১৯৯৭

সুস্মিতার সবুজ ওড়না উড়ে যায়।।
উড়ে যায়।।
ছুঁয়ে যায় নিঝুম মফস্বলের সবুজ মাঠ,
ছুঁয়ে যায় দুখিনী মায়ের দুখিনী ললাট,
দূর আধারে দূর জঙ্গলে,
ঐ পাহারে, ঐ সাগরে
ছুঁয়ে ছুঁয়ে চলে যায়…

বাধাহীন উড়ে যায়,
নীল আকাশ ছুঁয়ে যায়,
রাতদিন উড়ে যায়,
কাজল দিঘি ছুঁয়ে যায়,
ছুঁয়ে যায় যমুনার বুকের মলাট,
ছুঁয়ে যায় আকাশের নীল সীমানা।

পথে পথে উড়ে যায়,
সাওতাল ছুয়ে যায়,
ছোট নদী বটগাছ,
সমতট ছুয়ে যায়,
ছুঁয়ে যায় পথিকের পায়ে হাটা পথ,
ছুঁয়ে যায় আমার বুকের জমাট।

সুস্মিতার সবুজ ওড়না উড়ে যায়।।
উড়ে যায়।।
ছুঁয়ে যায় নিঝুম মফস্বলের সবুজ মাঠ,
ছুঁয়ে যায় দুখিনী মায়ের দুখিনী ললাট,
দূর আধারে দূর জঙ্গলে,
ঐ পাহারে, ঐ সাগরে
উড়ে উড়ে চলে।।।।

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

দিওয়ানা মাস্তানা জেমস