ঐ দূর থেকে দূরে |ফিডব্যাক|
ঐ দূর থেকে দূরে
যেতে চাই অজানাতে
যেখানে নেই কোন ভাবনা
সেই অনাবিল সুখ আমি পেতে চাই।।
ফেলে আসা দিনগুলো
আমায় পিছু ডাকে
তবুও পারিনা কেন যে ফিরে যেতে।
মায়া ভরা এ পৃথিবী
কত স্বপ্নীল আশা জাগে।।
দিনগুলো পেড়িয়ে যায় কিছু স্মৃতি ফেলে
ইচ্ছে করে সোনালী দিনগুলোয় ফিরে যেতে।
যদি পেতাম এই দিনগুলি
ছোটবেলার সেই ক্ষনগুলি
বসে আমি ভাবি সারাক্ষন।।
Comments
Post a Comment