Nijhum rat | নিঝুম রাত | আর্ক
শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ জন্মভুমি
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তারা
আজ মুখোমুখি দুজনায় পাগল্ পারা
নেই তো চোখে স্বপ্নের সীমানা
এ যেনো পাহাড়ী ঝরণা
পেলো খুজে চলার ই ঠিকানা
সুখের মেলা শুধু চোখে
জেগেছে বন্যাধারা
আজ মুখোমুখি দুজনায় পাগল্ পারা
মন যে আমার বাধন মানে না
এ যেনো বিভোর সুখে হৃদয় আমার
খুজে পেলো মোহনা
সময় আমার বড় আপন
আমি যে আমি হারাই
আজ মুখোমুখি দুজনায় পাগল্ পারা…
Comments
Post a Comment