স্বপ্নে আকা ছবি|অরবিট|
শিল্পীঃ অরবিট
অ্যালবামঃ প্রতীক্ষা
সুরকারঃ আশ্রাফ বাবু
গীতিকারঃ আশ্রাফ বাবু
বছরঃ ১৯৯৪
স্বপ্নে আকা ছবি
বহে নিরবধি নিলীমায়
মন বলেছে সে দোলা দিয়ে যায়
আমার হৃদয় যেনো তোমাকে যে চায়
যেওনা তুমি অজানায়
দৃষ্টির সীমানাতে এসেছো যে তুমি
তাই খুজে পেয়েছি তোমায়
জোছনার আলো বুকে রেখেছো যে ধরে
তাই বুঝি চাদ হেরে যায় (২)
আমিও হেরে যাবো তুমি না এলে
যেওনা তুমি অজানায়
অন্তবিহীন পথ শুধু হেটে চলা
মিশে আছে নীরবতায়
জমে আছে হৃদয়ের ও না বলা কথা
বল বো ডেকে যে তোমায় (২)
সেই তুমি এসে কাছে দুরে চলে যাও
যেওনা তুমি অজানায়
Comments
Post a Comment