দুঃখ বিলাস |আর্টসেল|

তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা
তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মতন নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালবাসেনি অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি অতল ভালবাসা তলিয়ে দেখেনি

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মতন নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালবাসেনি অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি অতল ভালবাসা তলিয়ে দেখেনি

এত ভীড়েও আজও আমি একা
মনে শুধুই যে শুন্যতা
এত ভীড়েও আজও আমি একা
মনে শুধুই যে শুন্যতা
আঁধারে যত ছড়ায় আলো সবি আঁধারের রাত
ও যে কোথায় হারাল ব্যাথা কাটতে যে শুধায়
আ আ আ আ আ আ………

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

দিওয়ানা মাস্তানা জেমস