Godhuly | গোধূলি |ফিডব্যাক|

প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু মনে করা
সুখের দিনগুলি
অভিশাপে মুছে গেছে
সব গানের কত কথা
আজ বৃথায় আজ বৃথায়
প্রেম শুধু আশায় থাকা
নিরাশা মোর পথ সাথি
যদি হয় দেখা আবার
আমি রব ভালোলাগার
তোমারই দুখের হাসি
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই
ভাঙ্গে নাই…

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

এই নীল মনিহার লিরিক্স