Posts

Showing posts from October, 2017

ওগো সোনার মেয়ে |উইনিং|

শিরোনাম : ওগো সোনার মেয়ে শিল্পী : চন্দন ব্যান্ড : ওগো সোনার মেয়ে বলো না কি পেয়েছ হৃদয় খুলে আপন ভুলে ভাল কি বেসেছো বলো না কি পেয়েছ চোখেতে এনেছ আকাশের নীল মনেতে এনেছ হৃদয়ের মিল হৃদয় খুলে কণ্ঠে সুরের কত কথা এনে আমার এই মন নিয়েছ ওগো সোনার মেয়ে বলো না কি পেয়েছ হৃদয় খুলে আপন ভুলে ভাল কি বেসেছো বলো না কি পেয়েছ হৃদয়ে দিয়েছ আবেগের সুর রঙধনু রঙে মিষ্টি মধুর হৃদয় খুলে মুক্ত হাসিতে ভালবাসা দিয়ে আমার এই মন নিয়েছ ওগো সোনার মেয়ে বলো না কি পেয়েছ হৃদয় খুলে আপন ভুলে ভাল কি বেসেছো বলো না কি পেয়েছ ওগো সোনার মেয়ে বলো না কি পেয়েছ হৃদয় খুলে আপন ভুলে ভাল কি বেসেছো বলো না কি পেয়েছ

কখনো জানতে চেওনা | সাইফ |

শিরোনাম : কখনো জানতে চেওনা শিল্পী : সাইফ কখনো জানতে চেওনা কী আমার সুখ, কী আমার বেদনা তুমি কখনো দাওনি মালা …কেন দাও কাঁটার জ্বালা ঢেউ গুনি তীরে বসে বসে আমি আজ স্মৃতির ঘাটে একেলা তুমি কখনো রোদেলা নীলাকাশ হয়ে যাও কখনো শ্রাবণ মেঘলা কখনো জানতে চেওনা কি আমার সুখ, কি আমার বেদনা আজো শুনি দুর থেকে ভেসে আসে কোন অচিন দ্বীপের কান্না যেন উদাসী বাতাসে তার সুর ভেসে যায় পাওয়া না পাওয়ার মোহনায় কখনো জানতে চেওনা কি আমর সুখ, কি আমার বেদনা

Likhte Parina Kono Gaan |James | With Lyrics

Image
শিরোনাম : লিখতে পারি না কোন গান শিল্পী : জেমস অ্যালবাম : বিতৃষ্ণা জীবনে আমার লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া। কিযে যন্ত্রনা এই পথচলা। বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা। লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া। কিযে যন্ত্রনা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা। হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে কিযে যন্ত্রনা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।। আকাশে চাঁদ ছিল একা পাহাড়ি ঝর্ণা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি আকাশে চাঁদ ছিল একা পাহাড়ি ঝর্ণা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি সে ব্যথা বুঝার আগে হারিয়ে তোমাকে তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে কিযে বেদনা তুমি বোঝনা তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।।

শেষ গান | অর্থহীন |

Image
শিরোনাম : শেষ গান কণ্ঠ : সুমন ব্যান্ড : অর্থহীন অ্যালবাম : অসমাপ্ত -১                      যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে, তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে......... যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে। হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে.......... সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ, দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি, হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি............ তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু আঁকি, নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি। চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি। যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে, হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে............ জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা............. সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ, দেখো আবার আসেনা যেন তোমার চোখে

Sweety | সুইটি | Ark With Lyrics

Image
শিরোনাম : সুইটি শিল্পী : হাসান অ্যালবাম : তাজমহল ব্যান্ড: আর্ক সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না আহা হা, ঘুম আসে না নারে না ঘুম আসে না। তুমি আমি যে তরীর হাল ধরেছি, পাড়ি দেব মোরা বহু দূর, পথে বাঁধা কত পাহাড় মরু, তবুও তুমি ভেঙ্গে পড়োনা পড়োনা, ঘুম আসে না আহা হা, ঘুম আসে না নারে না ঘুম আসে না। আমি হাটি কোন পথ না মাড়ানো পথে, কণ্ঠে কত সুর কত গান, তুমি আছ শত মাইল পথ দূরে, একাকী বেদনা সয় না সয় না, ঘুম আসে না আহা হা, ঘুম আসে না নারে না ঘুম আসে না।

খুলে দেখ মনটা | জেমস|

শিরোনাম : খুলে দেখ মনটা শিল্পীঃ জেমস অ্যালবামঃ লেইস ফিতা লেইস সুরকারঃ জেমস গীতিকারঃ আনন্দ বছরঃ ১৯৯৮ ব্যান্ড : ফিলিংস খুলে দেখ মনটা জন প্রতি জনটা যারে ছুটে যা পথে ঘাটে কাছে দূরে দিনটা চলে যাবে প্রানটা যারে নেমে যা নিশিরাতে বুকের পেন্ডেলে হ্যাজাক বাতি যৌবন আজ জ্বলছে মঞ্চে আলোর পাগলা নাচন দুলছে ভূবন, দুলছে দুলছে। অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি। নয়ন গেলো রুপের পানে, প্রানযে গেলো মনের টানে হাত বাধিবে, পা বাধিবে তোর মন বাধিবে কে রে আপন মনে বুকের প্যান্ডেলে হ্যাজাক বাতি… যৌবন আজ জ্বলছে…. মঞ্চে আলোর পাগলা নাচন দুলছে ভূবন দুলছে দুলছে!!!! অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি সঙ্গী-সাথী যাক দূরে চলে যাক কলঙ্ক ভয় নিসনা মনে বিনামূল্যে বিকিয়ে দে রে সদাই দূরের দূর টানে বুকের পেন্ডেলে হ্যাজাক বাতি যৌবন আজ জ্বলছে মঞ্চে আলোর পাগলা নাচন দুলছে ভূবন, দুলছে দুলছে। অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি। খুলে দেখ মনটা জন প্রতি জনটা যারে ছুটে যা পথে ঘাটে কাছে দূরে দিনটা চলে যাবে প্রানটা যারে নেমে যা

Sweety | সুইটি | Ark Lyrics

https://youtu.be/HY6EtBVEMfo

Ontohin Bedona Ark With Lyric

Image
শিরোনাম : অন্তহীন বেদনা শিল্পী : হাসান অ্যালবাম : তাজমহল গীতিকার : হাসান ব্যান্ড : আর্ক বছর : ১৯৯৬ গানে গানে ভরা অনন্ত স্মৃতিগুলো। অন্য কারো, আজ আমি থেকে দূরে। এ মন জুড়ে। অস্থির মৌনতা ছন্নছাড়া। এ কি অসাড়তা। এখন আমার হৃদয় সাগরে। হারানো সুখেরি জোয়ারে। অন্তহীন বেদনা। গানে গানে ভরা….. পড়ন্ত দুপুর আছে, প্রতীক্ষা প্রহর আছে। এ মন যারে চায়, সে তো আসেনা। স্বর্ণালী ভোর আছে, কবিতার সুখ আছে। বিরহী এ মন তবু বাঁধ সাজে না। এখন আমার হৃদয়…..

আলপনা তুমি মোরে ভুলে গেছ

শিল্পীঃ রেসপন্স বছরঃ ১৯৮৯ আলপনা তুমি মোরে ভুলে গেছ জানি আর কোনদিন ফিরে পাব না সব স্মৃতি ভুলে দূরে চলে গেছ জানি আর কোনদিন দেখা হবে না।। মনের কথাগুলো নীরব আজি তোমার হৃদয় সে খুজে না পেল আশার ভাষাগুলো কখন কোথায় কেমন করে জানি হারিয়ে গেল পাব কী পাব না, জানি না ঠিকানা।। চাঁদের আলোয় সারা রাত জেগে তোমায় আপন মনে যাই যে ভেবে মনে কী পড়ে ওগো কখন কোথায় প্রথম দেখা হলো বলো তো কবে জানি আজ ভুলে গেছ, স্মৃতি সব হারিয়েছ।।

নীল চোখে

শিল্পী : উইনিং ব্যান্ড : উইনিং বছরঃ ১৯৯১ নীল চোখে চোখ আমি রেখেছি সাত রঙে মনে ছবি আমি এঁকেছি তার চোখ ভরে জাদু আমি দেখেছি যেন স্বর্গের কাছাকাছি এসেছি কি মায়া সেই চোখে আমি তো বুঝিনা হয় সিক্ত নীলাম্বরী তাহার মধুমাখা মুখচন্দন এলোমেলো কেশ যেনো আকাশের সাথী হয় চন্দ্র সে যে রুপে অপরুপা কোনো কবির কল্পনা সাত রঙে মনে ছবি আমি এঁকেছি তার চোখ ভরে জাদু আমি দেখেছি যেন স্বর্গের কাছাকাছি এসেছি কি মায়া সেই চোখে আমি তো বুঝিনা সে যে ছন্দের তালে তালে পাহড়ী নৃত্যে নেচে চলে গুনগুন সুরে সুরে হৃদয়ের কথা বলে তার সুরের লহরে এই মন দিশেহারা

সোনার মেয়ে |উইনিং|

ওগো সোনার মেয়ে বলনা কি পেয়েছো হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো বলনা কি পেয়েছো চোখেতে এনেছো আকাশের নীল মনেতে এনেছো হৃদয়ের মিল হৃদয় খুলে কন্ঠে সুরে কত কথা এনে আমার এই মন নিয়েছো ওগো সোনার মেয়ে বলনা কি পেয়েছো হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো বলনা কি পেয়েছো হৃদয়ে দিয়েছো আবাগের সুর রংধনু রঙ্গে মিষ্টি মধুর হৃদয় খুলে মুক্ত হাসিতে ভালোবাসা দিয়ে আমার এই মন নিয়েছো

আমি ভুলবো না তোমাকে |মাইলস|

শিল্পীঃ শাফিন আহমেদ অ্যালবামঃ প্রত্যয় সুরকারঃ মানাম আহমেদ গীতিকারঃ মাহমুদ খুরশীদ বছরঃ ১৯৯৬ বিস্ময়! ছিলে তুমি স্বপ্ন আমার কাছে পাবো না জানি তোমাকে তো আর কাটত সময় কত গল্প বলে বলতে ভালোবাসি হাতটি ধরে আমি ভুলবো না, আমি ভুলবো না আমি ভুলবো না তোমাকে স্বপ্ন প্রহরগুলো মনে পড়ে যায় সোনালী আবেগ কাছে ডাকতো আমায় সৃতিগুলো আজ শুধু আবেশে জড়ায় ব্যার্থ এ মন শুধু আমাকে কাঁদায়।। প্রেম কি ছিলো না, ছিলো শুধু প্রহসন চেয়েছি নিবিড় করে শুধু অকারণ তোমার ছবি মনে তুমি কাছে নেই অন্নের হয়ে গেলে খুব সহজেই কেন থাকলে না কেন থাকলে না কেন থাকলে না আমার হয়ে।। দিশেহারা হয়ে পড়ে আছি তবু পারিনি মেনে নিতে ভুলে যাবে কভু চলে গেলে কেন একা ফেলে, আমাকে। তোমার অবুঝ মন বুঝেনি তখন হয়ত পারিনি হতে তোমারি মতন হৃদয় মাঝে সৃতিচিহ্ন রেখে প্রেমের সমাধি মনে গেলে যে এঁকে।। কেন থাকলে না কেন থাকলে না কেন থাকলে না আমার হয়ে

স্বপ্নে আকা ছবি|অরবিট|

শিল্পীঃ অরবিট অ্যালবামঃ প্রতীক্ষা সুরকারঃ আশ্রাফ বাবু গীতিকারঃ আশ্রাফ বাবু বছরঃ ১৯৯৪ স্বপ্নে আকা ছবি বহে নিরবধি নিলীমায় মন বলেছে সে দোলা দিয়ে যায় আমার হৃদয় যেনো তোমাকে যে চায় যেওনা তুমি অজানায় দৃষ্টির সীমানাতে এসেছো যে তুমি তাই খুজে পেয়েছি তোমায় জোছনার আলো বুকে রেখেছো যে ধরে তাই বুঝি চাদ হেরে যায় (২) আমিও হেরে যাবো তুমি না এলে যেওনা তুমি অজানায় অন্তবিহীন পথ শুধু হেটে চলা মিশে আছে নীরবতায় জমে আছে হৃদয়ের ও না বলা কথা বল বো ডেকে যে তোমায় (২) সেই তুমি এসে কাছে দুরে চলে যাও যেওনা তুমি অজানায়

নয়নে নয় |আর্ক|

শিল্পীঃ আর্ক অ্যালবামঃ তাজমহল গীতিকারঃ শামীম বছরঃ ১৯৯৬ নয়নে নয় তবু কাঁদে হৃদয়। এযে স্বপ্ন আমার শুধু নীরবে রয়। জীবনের জলছবি এঁকেছিলে তুমি। আমি ফেরারি কবি, একাকী ভাবি। চেনা প্রেম কেনো নিঃশব্দে খুঁজি। নয়নে নয়….. লুকানো বেদনায় কেঁদেছিলে তুমি। হলো নিরুপায় সবি, দূরে চলে যাবে বুঝি। চেনা প্রেম আজো দূরে আছে জানি। নয়নে নয়…..

অন্তহীন বেদনা |আর্ক|

Image
শিল্পীঃ হাসান অ্যালবামঃ তাজমহল গীতিকারঃ হাসান বছরঃ ১৯৯৬ গানে গানে ভরা অনন্ত স্মৃতিগুলো। অন্য কারো, আজ আমি থেকে দূরে। এ মন জুড়ে। অস্থির মৌনতা ছন্নছাড়া। এ কি অসাড়তা। এখন আমার হৃদয় সাগরে। হারানো সুখেরি জোয়ারে। অন্তহীন বেদনা। গানে গানে ভরা….. পড়ন্ত দুপুর আছে, প্রতীক্ষা প্রহর আছে। এ মন যারে চায়, সে তো আসেনা। স্বর্ণালী ভোর আছে, কবিতার সুখ আছে। বিরহী এ মন তবু বাঁধ সাজে না। এখন আমার হৃদয়…..

দুঃখ বিলাস |আর্টসেল|

তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে আমার মনের মতন নিও সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালবাসেনি অসীম এ ভালবাসা ও বোঝেনি ও আমায় ভালবাসেনি অতল ভালবাসা তলিয়ে দেখেনি তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে আমার মনের মতন নিও সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালবাসেনি অসীম এ ভালবাসা ও বোঝেনি ও আমায় ভালবাসেনি অতল ভালবাসা তলিয়ে দেখেনি এত ভীড়েও আজও আমি একা মনে শুধুই যে শুন্যতা এত ভীড়েও আজও আমি একা মনে শুধুই যে শুন্যতা আঁধারে যত ছড়ায় আলো সবি আঁধারের রাত ও যে কোথায় হারাল ব্যাথা কাটতে যে শুধায় আ আ আ আ আ আ………

আনমনে |অর্থহীন|

আবার ফিরে পাই পুরোনো স্মৃতি নতুন গানে স্মৃতির পাতাতে দেখি তোমার ছবি কেটে গেছে যে কত মুহুর্ত তোমায় ভেবে ঝাপসা এই চোখে তোমার ছবি যে ভাসে মেঘের ঐ দেশে কি হারাও আনমনে বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো আবার খুঁজে যাই তোমার সেই হাসি আনমনে কত রাত নির্ঘুম কাটে তোমায় ভেবে আকাশে যখন মেঘের ঘনঘটা তাকিয়ে থাকি আমি হয়তো বৃষ্টি আজ ছোঁবে তোমার শরীর মেঘের ঐ দেশে কি হারাও আনমনে বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো

Apitaf | এপিটাফ lyrics

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে হাটছি আমি মেঠো পথে মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি বহুদিন তোমায় দেখি না যে তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায় পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায় তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর… বহুদূর…… সাদাকালো এ জীবনের মাঝে রঙ্গীন ছিলে তুমি শুধু তোমায় নিয়ে লেখা কত কবিতায় দিয়েছিলাম কত সুর আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত, ভোরের আলো ফুটবে কখন ভেবেছি কত রাত তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর… বহুদূর…… যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি তুমি নেই যে পাশে ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে? এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর বহুদূর………..বহুদূর……

জাদুর শহর |চিরকুট|

কবি হাসে, টাকা ভাসে গঙ্গাবুড়ির শহরে আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার পাহাড়ে মিছে হাসি, মিছে কান্না পথে পথের আড়ালে গ্রিন সিগনাল, রেড ওয়াইন দেওয়ালে, দেওয়ালে এই শহর, যাদুর শহর প্রানের শহর ঢাকারে এই শহর, যাদুর শহর প্রানের শহর আহারে নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয় মিছিলের নগরে অমৃত আশ্রয় অলি থেকে গলিতে গলি ছেড়ে রাজপথ শহুরে চৌকাঠ বিবাগী জনমত এই শহর, যাদুর শহর প্রানের শহর ঢাকারে এই শহর, যাদুর শহর প্রানের শহর আহারে জাদুকর হেটে যায় খুব উচ্ছন্নে হুইসেল, পটাকা রামভোর হন্নে ললনার ছলনা শহরের বুকে চির রাস্তায় রাস্তায় ফুটপাত অস্থির এই শহর, যাদুর শহর প্রানের শহর ঢাকারে এই শহর, যাদুর শহর প্রানের শহর আহারে…

বৃষ্টির গান |চিরকুট|

বর্ষন বহে ভেজা ভেজা পায়ে আজ শ্রাবণ দিনে নামে মেঘের ঘনঘটা চেনা সুর গেয়ে যায় ভেজা ভেজা পা’টা শুষ্ক দহনে ঘুম মেঘের জলচ্ছটা তুমুল ছন্দবানে তাপক্ষরা জয়গানে প্রাণের জেগে ওঠা ঝড় ঝড় ঝরেরে তারে মনে পড়ে কদম অথৈ ছুঁইয়ে ঘরভুলো হাঁটা ভেজা চুল জড়সড় এখনি বেরিয়ে পড় হও বৃষ্টি করুণা মাখা…

ঐ দূর থেকে দূরে |ফিডব্যাক|

ঐ দূর থেকে দূরে যেতে চাই অজানাতে যেখানে নেই কোন ভাবনা সেই অনাবিল সুখ আমি পেতে চাই।। ফেলে আসা দিনগুলো আমায় পিছু ডাকে তবুও পারিনা কেন যে ফিরে যেতে। মায়া ভরা এ পৃথিবী কত স্বপ্নীল আশা জাগে।। দিনগুলো পেড়িয়ে যায় কিছু স্মৃতি ফেলে ইচ্ছে করে সোনালী দিনগুলোয় ফিরে যেতে। যদি পেতাম এই দিনগুলি ছোটবেলার সেই ক্ষনগুলি বসে আমি ভাবি সারাক্ষন।।

সে যেন চোখেই বলে |ফিডব্যাক|

সে যেন চোখেই বলে সে নিরব দেখে চেয়ে সে মানে না কোন বাধা সে অবুঝ বোঝে না যে ও ও ও প্রেম… যে বোঝে শুধু সোনালী দিন যে প্রেম যা সকলে জানে সেই প্রেম ছুতে চায় বেদনার দিন যেন নিরবে জোয়ার আনে হায় ভেঙ্গে যায় প্রেমের বাঁধন কি এক জটিলতা তবু মুখে তার সুখের সাধন এ যেন নিরব খেলা হায় প্রেম … উ উ উ…. প্রেম… ।। ও ও ও নীল সাগরে হেঁটে যায় সে নীল শাড়ী পড়ে সেই নীল আকাশের ছায়া ভেবে যাই নীল ছায়া নীড়ে যেন চোখে তার স্মৃতির মায়া কোন সুদূরে যেন মনে হয় প্রেমের পাওয়া আজ সবই মিছে হায় প্রেম … উ উ উ…. প্রেম… ।।

হে হে দেখা হয় নি বলে |ফিডব্যাক|

হে হে দেখা হয় নি বলে না না এ অপমান আমি সইবো না হে হে কথা হয় নি বলে না না আর নিরব আমি রইবো না তোমারই দূরে থাকা আমাকে রাখে একা করেছে নিদ্রাহারা সুখ গেছে বনবাসে নেই আলো আশেপাশে থেমে গেছে জীবনধারা তোমার লাজুক চোখের সাথে আমার অবাক চোখের চোখাচোখি দুষ্ট লোকের চোখে দৃষ্টিকটু হলে বল কি করি টেলিফোনে যখন ফিসফিস করে কথা হয় দুজনায় মন্দ লোকে যদি আড়ি পেতে শুনে ফেলে বল কি উপায় তোমার লাজুক চোখের সাথে… হে হে দেখা হয়নি কেন না না আর নিরব তুমি থেকোনা হে হে ভীরু মনে আর না না আড়াল করে রেখো না প্রেমের কবিতাটি এখনো লেখা বাকি দেবে কি তুমি সাড়া হবে কি পরাজিত বুঝিনি এখনোতো হয়েছি দিশেহারা তোমার লাজুক চোখের সাথে…।।

হেসে খেলে এই মনটা আমার|ফিডব্যাক|

হেসে খেলে এই মনটা আমার কেড়ে নিলে এত সহজেই এ যে প্রতারনা তা জানি না কেঁদে কেটে এই মনটা আমার অবহেলা আর অতৃপ্ততায় জুটলো বেদনা আর কিছু না।। তোমার প্রেমে ধন্য হয়ে অতঃপর কত পূর্ন ভেবে এক সোনার আলো এসেছিলো আমার জানালায় মন হয়েছিলো কাব্যময় অপরূপ এক কল্প হয় প্রান উজার করে আমি লিখেছিলাম কবিতা।। ব্যথা পেয়ে এত আর্ত হয়ে ভিক্ষে চেয়েছি শান্তনা একা আঁধার ঘরে আমার ঘুম আসেনা এই মনে শুধু রিক্ততা কেউ আমার বন্ধু না একা চলার পথে আমায় কেউ ডেকো না।।

ঝাউ বনের পথ ধরে |ফিডব্যাক|

ঝাউ বনের পথ ধরে চলেছি একা একা কত দূরে যাব আমি জানি না কত দূরে যাব জানি না নদীর স্রোত যেখানে থেমে গেছে সে কি আমার ঠিকানা।। মুক্ত হাওয়ায় হাওয়ায় চৈতী তালে তালে বলাকারা ঐ উড়ে যায় সোনালী আকাশ জুড়ে। সন্ধ্যা নেমে এলো বলাকারা ফিরে গেল আমি শুধু রয়ে গেলাম এক পলকের আশায়।।

Godhuly | গোধূলি |ফিডব্যাক|

প্রেম শুধু একা থাকা তুমি কাছে নাই তুমি নাই বলে কি আজো থেমে যায় অশ্রুর জোয়ার থামেনাই থামেনাই প্রেম শুধু বিরহের গান তোমার চলে যাওয়া তুমি দূরে বলে কি আজো ভেঙ্গে যায় স্নেহের বাঁধন ভাঙ্গে নাই ভাঙ্গে নাই দূরে বহুদূরে মনে পরে স্বপ্নের তুমি ও দুখিনী মোর দূর গোধূলি(২) প্রেম শুধু মনে করা সুখের দিনগুলি অভিশাপে মুছে গেছে সব গানের কত কথা আজ বৃথায় আজ বৃথায় প্রেম শুধু আশায় থাকা নিরাশা মোর পথ সাথি যদি হয় দেখা আবার আমি রব ভালোলাগার তোমারই দুখের হাসি দূরে বহুদূরে মনে পরে স্বপ্নের তুমি ও দুখিনী মোর দূর গোধূলি(২) প্রেম শুধু একা থাকা তুমি কাছে নাই তুমি নাই বলে কি আজো থেমে যায় অশ্রুর জোয়ার থামেনাই থামেনাই প্রেম শুধু বিরহের গান তোমার চলে যাওয়া তুমি দূরে বলে কি আজো ভেঙ্গে যায় স্নেহের বাঁধন ভাঙ্গে নাই ভাঙ্গে নাই…

এই বৃষ্টি ভেজা রাতে |আর্টসেল|

শিরোনাম : এই বৃষ্টি ভেজা রাতে ব্যান্ড : আর্টসেল এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটেনা চাঁদ কেনো আলো দেয়না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসোনা সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখি নির্ঘুম কন্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় শরতের প্রভায় তুমি নেই বলে সময় আমার কাটেনা ঘাসফুল কেনো ফোটেনা ছুঁয়ে ছুঁয়ে চলে যায়না মেঘের ভেলায় ভাসে না হেসে তুমি কেন আসোনা ভোরে যাওয়া সব অশ্রয় বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় হৃদয়ের যত অনুভুতি আছে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই বসন্তের প্রভায় তুমি নেই বলে সময় আমার কাটেনা পৃথিবী কেন হাসেনা হৃদয় দোলা দেয়না আবেশে সে জড়ায় না তুমি কেন কাছে আসোনা

ভালবাসতেই হবে লিরিক্স

জ্যোছনা স্নাত এই রাতে অথবা নয় কাল প্রভাতে হৃদয়ের দ্বার খুলে দেবে আমাতেই বলবেই তুমি বন্ধু আমার তাকিয়ে দেখ এই আমি তোমার ঘৃণা সব পরিণত ভালবাসায় আজ নয় কাল বলতে হবেই অভিমান যত সব ভাঙ্গবেই অমাবস্যায় চাঁদ উঠলে দেখবোই, আ হা! হা! ভালবাসতেই হবে আমাকে যে তোমার অবশ্যই, ভালবাসতে হবে আমাকেই যে তোমার অবশ্যই, ভালবাসতে হবে। তখন আমি যা চাই চাইলেই যেন তা পাই পারবেনা করতে অস্বীকার হৃদয়ে অস্তিত্ব আমার। আজ নয় কাল বলতেই হবে অভিমান যত সব ভাঙ্গবেই অমাবস্যায় চাঁদ উঠলে দেখবোই, আ হা! হা! ভালবাসতেই হবে আমাকে যে তোমার অবশ্যই, ভালবাসতে হবে আমাকেই যে তোমার অবশ্যই, ভালবাসতে হবে। জ্যোছনা স্নাত এই রাতে অথবা নয় কাল প্রভাতে হৃদয়ের দ্বার খুলে দেবে আমাতেই বলবেই তুমি বন্ধু আমার তাকিয়ে দেখ এই আমি তোমার ঘৃণা সব পরিণত ভালবাসায় আজ নয় কাল বলতেই হবে অভিমান যত সব ভাঙ্গবেই অমাবস্যায় চাঁদ উঠলে দেখবোই, আ হা! হা! ভালবাসতেই হবে আমাকে যে তোমার অবশ্যই, ভালবাসতে হবে আমাকেই যে তোমার অবশ্যই, ভালবাসতে হবে।

সুখ নাই’রে লিরিক্স

আসমান ভাইঙ্গা জোছনা পড়ে আমার ঘরে জোছনা কই? আমার ঘরে এক হাঁটু জল পানি তে থৈ থৈ। নিশি রাইতে সবাই ঘুমায় আমার চোখের নিদ্রা কোথায় রে? এমনি কইরা দুঃখের বোঝা আর কত কাল বই আমার ঘরে এক হাঁটু জল পানি তে থৈ থৈ। চাইনি মানিক চাইনি রতন সাধ আঁছিল মনের মতন রে চান্দের আলো উজ্জ্বল ঘরে সুখে দুঃখে রই আমার ঘরে এক হাঁটু জল পানি তে থৈ থৈ। আসমান ভাইঙ্গা জোছনা পড়ে আমার ঘরে জোছনা কই? আমার ঘরে এক হাঁটু জল পানি তে থৈ থৈ।