রংবাজ জেমস

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ অনন্যা
সুরকারঃ জেমস
গীতিকারঃ আসিফ ইকবাল
বছরঃ ১৯৮৮

রাঘব বোয়ালের কর্মী
সাধ্য কি তুমি আমি বুঝি ওদের সব অ্যাকশন
মধ্যবিত্ত চোখে উঠতি রংবাজ
ওরা বখে যাওয়া রংবাজ…
ওরা বখে যাওয়া উঠতি রংবাজ…

সময়ের অস্থিরতায় স্রোতের শেওলায় ওরা ভেসে যায় কারনে অকারনে হাত রাঙ্গায়
উঠতি রংবাজ
ওরা বখে যাওয়া রংবাজ…
ওরা বখে যাওয়া উঠতি রংবাজ…

যেখানে যেভাবে যায় ঝঞ্জাময় চেতনায় বিপদে পা বাড়ায় কারনে অকারনে পরে রণসাজ
ওরা বখে যাওয়া রংবাজ…
ওরা বখে যাওয়া উঠতি রংবাজ…

সময় পেড়িয়ে যায় ওরা অসহায়
এই আঁধার পথে হারায়
মধ্যবিত্ত চোখে উঠতি রংবাজ
ওরা বখে যাওয়া রংবাজ…
ওরা বখে যাওয়া উঠতি রংবাজ…

দোয়েলের শিষে স্বপ্ন ভালবাসা নিয়ে ওরা দেখে স্বপ্ন আসে কাঁচে ভর দিয়ে উঠতি রংবাজ
ওরা বখে যাওয়া রংবাজ…
ওরা বখে যাওয়া উঠতি রংবাজ…

যখন ফেরার পালা আশা নিরাশার খেলা হয়নাতো শেষ যে
ফেরার পথ নেই উঠতি রংবাজ
ওরা বখে যাওয়া রংবাজ…
ওরা বখে যাওয়া উঠতি রংবাজ…

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

এই নীল মনিহার লিরিক্স