ভালবাসতেই হবে লিরিক্স

জ্যোছনা স্নাত এই রাতে অথবা নয়
কাল প্রভাতে
হৃদয়ের দ্বার খুলে দেবে আমাতেই
বলবেই তুমি বন্ধু আমার তাকিয়ে দেখ
এই আমি তোমার
ঘৃণা সব পরিণত ভালবাসায়
আজ নয় কাল বলতে হবেই
অভিমান যত সব ভাঙ্গবেই
অমাবস্যায় চাঁদ উঠলে দেখবোই, আ
হা! হা!
ভালবাসতেই
হবে আমাকে যে তোমার অবশ্যই,
ভালবাসতে হবে আমাকেই
যে তোমার অবশ্যই,
ভালবাসতে হবে।
তখন আমি যা চাই চাইলেই যেন
তা পাই
পারবেনা করতে অস্বীকার
হৃদয়ে অস্তিত্ব আমার।
আজ নয় কাল বলতেই হবে
অভিমান যত সব ভাঙ্গবেই
অমাবস্যায় চাঁদ উঠলে দেখবোই, আ
হা! হা!
ভালবাসতেই
হবে আমাকে যে তোমার অবশ্যই,
ভালবাসতে হবে আমাকেই
যে তোমার অবশ্যই,
ভালবাসতে হবে।
জ্যোছনা স্নাত এই রাতে অথবা নয়
কাল প্রভাতে
হৃদয়ের দ্বার খুলে দেবে আমাতেই
বলবেই তুমি বন্ধু আমার তাকিয়ে দেখ
এই আমি তোমার
ঘৃণা সব পরিণত ভালবাসায়
আজ নয় কাল বলতেই হবে
অভিমান যত সব ভাঙ্গবেই
অমাবস্যায় চাঁদ উঠলে দেখবোই, আ
হা! হা!
ভালবাসতেই
হবে আমাকে যে তোমার অবশ্যই,
ভালবাসতে হবে আমাকেই
যে তোমার অবশ্যই,
ভালবাসতে হবে।

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

দিওয়ানা মাস্তানা জেমস