বৃষ্টির গান |চিরকুট|
বর্ষন বহে ভেজা ভেজা পায়ে
আজ শ্রাবণ দিনে নামে
মেঘের ঘনঘটা
চেনা সুর গেয়ে যায়
ভেজা ভেজা পা’টা
শুষ্ক দহনে ঘুম মেঘের জলচ্ছটা
তুমুল ছন্দবানে
তাপক্ষরা জয়গানে প্রাণের জেগে ওঠা
ঝড় ঝড় ঝরেরে তারে মনে পড়ে
কদম অথৈ ছুঁইয়ে ঘরভুলো হাঁটা
ভেজা চুল জড়সড়
এখনি বেরিয়ে পড়
হও বৃষ্টি করুণা মাখা…
Comments
Post a Comment