যদি কখনো ভুল হয়ে যায় জেমস
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না
সুরকারঃ জেমস
গীতিকারঃ পাওয়া যায় নি
বছরঃ ১৯৯৭
যদি কখনো ভুল হয়ে যায়,
তুমি অপরাধ নিওনা
যদি কখনো ভুল হয়ে যায়,
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা।
মুসাফির আমি খুঁজে খুঁজে ভুল পথে
যদি হাড়িয়ে যাই একদিন
হয়ত কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুন না।
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা।
এই গান যদি সেই রাগীনিতে
সুর হয়ে বাজে তোমার কানে
যেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি।
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা।
যদি কখনো ভুল হয়ে যায়,
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা
যদি কখনো ভুল হয়ে যায় তুমি অপরাধ নিওনা।।
অপরাধ নিওনা।।।
Comments
Post a Comment