পলাতক জেমস

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ অনন্যা
সুরকারঃ জেমস
গীতিকারঃ আসিফ ইকবাল
বছরঃ ১৯৮৮

পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে

রূপালী জল পায়রা নদীকে সাজালো
আকাশের ভালবাসা তুমি এসেছো জীবন সাজাতে
এই মগ্ন স্বপ্ন ছায়ায় মন রাঙাতে

মায়াবী নীল প্রহর কেটেযে গেল সুখেরই গানে গানে
নির্ঘুম দুচোখে দেখবো প্রভাত আজ বহুদিন পরে দুজনে মন রাঙাতে
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

দিওয়ানা মাস্তানা জেমস