তুমি জান জেমস

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ অনন্যা
সুরকারঃ জেমস
গীতিকারঃ আসিফ ইকবাল
বছরঃ ১৯৮৮

থেকে থেকে ভাবি
তুমি ময় এই জীবন
সুখে সুখে হলো
আহা কি অনুপম
আবেগে শোন বলি
সাজালে স্বপ্ন গুলি
আমি যে মগ্ন
তুমি যে স্বপ্ন আমার
তুমি জান আমার জান
সুখে দুঃখে আমার প্রাণ
তুমি জান আমার জান
বাজে বুকেতে তোমারই গান
তুমি জান আমার জান
কি যে সাধ জাগে আমার
তুমি জান আমার জান
থেকো চিরদিন কাছে আমার…।

মাঝেমাঝে তুমি
কি ছোঁয়া দাও আমায়
বুকে যেন এক নদী সুখ বয়ে যায়
তুমি ছাড়া আমি
আমি ছাড়া তুমি
হতে কি পারে
কভুও জীবনে আমার
তুমি জান আমার জান
সুখে দুঃখে আমার প্রাণ
তুমি জান আমার জান
বুকেতে বাজে তোমারই গান
তুমি জান আমার জান
কি যে সাধ জাগে আমার
তুমি জান আমার জান
থেকো চিরদিন কাছে আমার…।

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

দিওয়ানা মাস্তানা জেমস