দেবদাস বলো না আমায় জেমস

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পিয়ানো
সুরকারঃ পাওয়া যায় নি

আরো গভীরে যদি যেতে
আমার প্রতি ভাবনায়
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার

পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়।

তানপুরাটা বাজে না সুরে
এ জীবন সে তো ছিড়ে যাওয়া তার
নিঃস্ব করে আজ সে বহু দূরে
হতে চাই না তার করুণা

পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়।

ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর
(ওরে পাগলা) জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার,

পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করো না নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়।

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

ঐ দূর থেকে দূরে |ফিডব্যাক|

Amar moton ke ache bolo lyrics

পাখি উড়ে যা লিরিক্স

পত্র দিও জেমস

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস