হে হে দেখা হয় নি বলে |ফিডব্যাক|
হে হে দেখা হয় নি বলে না না
এ অপমান আমি সইবো না
হে হে কথা হয় নি বলে না না
আর নিরব আমি রইবো না
তোমারই দূরে থাকা
আমাকে রাখে একা করেছে নিদ্রাহারা
সুখ গেছে বনবাসে নেই আলো আশেপাশে
থেমে গেছে জীবনধারা
তোমার লাজুক চোখের সাথে
আমার অবাক চোখের চোখাচোখি
দুষ্ট লোকের চোখে দৃষ্টিকটু হলে
বল কি করি
টেলিফোনে যখন ফিসফিস করে
কথা হয় দুজনায়
মন্দ লোকে যদি আড়ি পেতে
শুনে ফেলে বল কি উপায়
তোমার লাজুক চোখের সাথে…
হে হে দেখা হয়নি কেন না না
আর নিরব তুমি থেকোনা
হে হে ভীরু মনে আর না না
আড়াল করে রেখো না
প্রেমের কবিতাটি এখনো লেখা বাকি
দেবে কি তুমি সাড়া
হবে কি পরাজিত বুঝিনি এখনোতো
হয়েছি দিশেহারা
তোমার লাজুক চোখের সাথে…।।
Comments
Post a Comment