খুলে দেখ মনটা | জেমস|

শিরোনাম : খুলে দেখ মনটা
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ লেইস ফিতা লেইস
সুরকারঃ জেমস
গীতিকারঃ আনন্দ
বছরঃ ১৯৯৮
ব্যান্ড : ফিলিংস

খুলে দেখ মনটা
জন প্রতি জনটা
যারে ছুটে যা পথে ঘাটে
কাছে দূরে দিনটা
চলে যাবে প্রানটা
যারে নেমে যা নিশিরাতে
বুকের পেন্ডেলে হ্যাজাক বাতি
যৌবন আজ জ্বলছে
মঞ্চে আলোর পাগলা নাচন
দুলছে ভূবন, দুলছে দুলছে।
অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি।

নয়ন গেলো রুপের পানে,
প্রানযে গেলো মনের টানে
হাত বাধিবে,
পা বাধিবে তোর
মন বাধিবে কে রে আপন মনে
বুকের প্যান্ডেলে হ্যাজাক বাতি…
যৌবন আজ জ্বলছে….
মঞ্চে আলোর পাগলা নাচন দুলছে ভূবন
দুলছে দুলছে!!!!
অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি

সঙ্গী-সাথী যাক দূরে চলে যাক
কলঙ্ক ভয় নিসনা মনে
বিনামূল্যে বিকিয়ে দে রে
সদাই দূরের দূর টানে

বুকের পেন্ডেলে হ্যাজাক বাতি
যৌবন আজ জ্বলছে
মঞ্চে আলোর পাগলা নাচন
দুলছে ভূবন, দুলছে দুলছে।
অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি।

খুলে দেখ মনটা
জন প্রতি জনটা
যারে ছুটে যা পথে ঘাটে
কাছে দূরে দিনটা
চলে যাবে প্রানটা
যারে নেমে যা নিশিরাতে
বুকের পেন্ডেলে হ্যাজাক বাতি
যৌবন আজ জ্বলছে
মঞ্চে আলোর পাগলা নাচন
দুলছে ভূবন, দুলছে দুলছে।
অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি।।।।
অন্তরে…
পথে ঘাটে…
প্রান্তরে…
নিশিরাতে….
চল সবে প্রেম ধরে আনি….

পোস্ট ন্যাভিগেশন
« দে দৌড়সিনায় সিনায় »
আরও গান...

লাগ ভেলকি লাগ
লাগ ভেলকি লাগ
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে
পলকে পলকে
পলকে পলকে
বায়োস্কোপ
বায়োস্কোপ
পাখি উড়ে যা
পাখি উড়ে যা
যারে যাবি যদি যা
যারে যাবি যদি যা

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

শুভ জন্মদিন [জাহিদ হাসান জাবির]

আমি ভুলবো না তোমাকে |মাইলস|

Valobasha dao Valobasha nao lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

Sesher gaan Tahsan and Mithila lyrics

E Kon Bethay Jewel Lyrics