ওগো সোনার মেয়ে |উইনিং|

শিরোনাম : ওগো সোনার মেয়ে
শিল্পী : চন্দন
ব্যান্ড :

ওগো সোনার মেয়ে
বলো না কি পেয়েছ
হৃদয় খুলে আপন ভুলে
ভাল কি বেসেছো
বলো না কি পেয়েছ

চোখেতে এনেছ আকাশের নীল
মনেতে এনেছ হৃদয়ের মিল
হৃদয় খুলে কণ্ঠে সুরের
কত কথা এনে
আমার এই মন নিয়েছ

ওগো সোনার মেয়ে
বলো না কি পেয়েছ
হৃদয় খুলে আপন ভুলে
ভাল কি বেসেছো
বলো না কি পেয়েছ

হৃদয়ে দিয়েছ আবেগের সুর
রঙধনু রঙে মিষ্টি মধুর
হৃদয় খুলে মুক্ত হাসিতে
ভালবাসা দিয়ে
আমার এই মন নিয়েছ

ওগো সোনার মেয়ে
বলো না কি পেয়েছ
হৃদয় খুলে আপন ভুলে
ভাল কি বেসেছো
বলো না কি পেয়েছ

ওগো সোনার মেয়ে
বলো না কি পেয়েছ
হৃদয় খুলে আপন ভুলে
ভাল কি বেসেছো
বলো না কি পেয়েছ

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

পত্র দিও জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

খুলে দেখ মনটা | জেমস|