এমনও নিশিরাতে লিরিক্স
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ ঠিক আছে বন্ধু
সুরকারঃ জেমস
গীতিকারঃ মেছের মন্ডল, লোকনাথ
বছরঃ ১৯৯৯
এমনও নিশিরাতে…
ও তুমি এসেছো বসেছো মোর পাশে,
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে… ঠিক আছে… ঠিক আছে…।
এমনও নিশিরাতে…
দেখা হলো আবার বন্ধু এত দিনের পরে,
ঘন সবুজ রাতের অরন্যে,
আমার শূন্য ঘরে
জ্বালো আলো আরো জ্বালো,
আলোয় আলোয় ভরে তোলো
ও এমনও নিশিরাতে…।
একলা ঘরে এলে তুমি আদিম গ্রন্থ হাতে
শোনাও বন্ধু কাব্য তোমার এই রাতে
যুগ-যুনান্ত ধরে…
ও বন্ধু ঠিক আছে… ঠিক আছে… ঠিক আছে…
ও এমনও নিশিরাতে…
ও এমনও নিশিরাতে…
ও তুমি এসেছো বসেছো মোর পাশে,
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে… ঠিক আছে… ঠিক আছে…।
এমনও নিশিরাতে…
এমনও নিশিরাতে…।
Comments
Post a Comment