পত্র দিও জেমস
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ ঠিক আছে বন্ধু
সুরকারঃ জেমস
গীতিকারঃ মারজুক রাসেল, লোকনাথ
বছরঃ ১৯৯৯
যেখানেই থাকো,
যেভাবেই থাকো,
যেখানেই থাকো,
যেভাবেই থাকো,
ছন্নছাড়া দুঃখের ভোরে
এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও… পত্র দিও… পত্র দিও …
নিজের প্রতি যত্ন নিও… যত্ন নিও…
দুপুর বেলার আলসেমিতে
পুরনো দিনের ভাবনা এলে
তুখোড় কোন গল্পের ফাঁকে
মনে পরে গেলে এই আমাকে
ছন্নছাড়া দুঃখের ভোরে
এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও… পত্র দিও… পত্র দিও…
নিজের প্রতি যত্ন নিও… যত্ন নিও…
বৃষ্টির রাতে একলা ঘরে
ভেজা হাওয়ার পরশ পেয়ে
ঘুম ভেঙ্গে উঠে উদাসী হলে
মনে পরে গেলে এই আমাকে
ছন্নছাড়া দুঃখের ভোরে
এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও… পত্র দিও… পত্র দিও…
নিজের প্রতি যত্ন নিও… যত্ন নিও…
যেখানেই থাকো,
যেভাবেই থাকো,
যেখানেই থাকো,
যেভাবেই থাকো,
ছন্নছাড়া দুঃখের ভোরে
এক চিলতে রোদের ভিড়ে…
নিজের প্রতি যত্ন নিও…………
Comments
Post a Comment