অন্তহীন বেদনা |আর্ক|

শিল্পীঃ হাসান
অ্যালবামঃ তাজমহল
গীতিকারঃ হাসান
বছরঃ ১৯৯৬

গানে গানে ভরা অনন্ত স্মৃতিগুলো।
অন্য কারো, আজ আমি থেকে দূরে।
এ মন জুড়ে।

অস্থির মৌনতা ছন্নছাড়া।
এ কি অসাড়তা।

এখন আমার হৃদয় সাগরে।
হারানো সুখেরি জোয়ারে।
অন্তহীন বেদনা।
গানে গানে ভরা…..

পড়ন্ত দুপুর আছে, প্রতীক্ষা প্রহর আছে।
এ মন যারে চায়, সে তো আসেনা।

স্বর্ণালী ভোর আছে, কবিতার সুখ আছে।
বিরহী এ মন তবু বাঁধ সাজে না।
এখন আমার হৃদয়…..

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

পত্র দিও জেমস

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

রিক্সাওয়ালা জেমস