সে যেন চোখেই বলে |ফিডব্যাক|
সে যেন চোখেই বলে
সে নিরব দেখে চেয়ে
সে মানে না কোন বাধা
সে অবুঝ বোঝে না যে
ও ও ও প্রেম…
যে বোঝে শুধু সোনালী দিন
যে প্রেম যা সকলে জানে
সেই প্রেম ছুতে চায়
বেদনার দিন যেন
নিরবে জোয়ার আনে
হায় ভেঙ্গে যায় প্রেমের বাঁধন
কি এক জটিলতা
তবু মুখে তার সুখের সাধন
এ যেন নিরব খেলা
হায় প্রেম … উ উ উ…. প্রেম… ।।
ও ও ও নীল সাগরে হেঁটে যায়
সে নীল শাড়ী পড়ে
সেই নীল আকাশের ছায়া ভেবে যাই
নীল ছায়া নীড়ে
যেন চোখে তার স্মৃতির মায়া কোন সুদূরে
যেন মনে হয় প্রেমের পাওয়া
আজ সবই মিছে
হায় প্রেম … উ উ উ…. প্রেম… ।।
Comments
Post a Comment