জোসি প্রেম জেমস

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ জেল থেকে বলছি
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী
বছরঃ ১৯৯০

গুনে রাধা কৃষ্ণ প্রতি দিনক্ষণ
কানে কানে বলে গেলো জয় বৃন্দাবন
জোসি প্রেম দেয়া নেয়া প্রেম
শিরির জন্য ফরহাদ হল মুসাফির
প্রেমে নেই ভেদাভেদ আমির ও ফকির
জোসি প্রেম দেয়া নেয়া প্রেম
রোমিও জুলিয়েট মৃত্যুহীন প্রাণ
ভালোবেসে গেয়ে গেলো জীবনের গান
জোসি প্রেম দেয়া নেয়া প্রেম
লাইলী আর মজনু প্রেমে সাইমুম
জলহীন মরুভুমি সাহারার ধুম
জোসি প্রেম দেয়া নেয়া প্রেম
বেহুলার লক্ষিন্দর নীল হল বিষে
বরষার সেই বিষ আজো আছে মিশে
জোসি প্রেম দেয়া নেয়া প্রেম

জয় জয় যমুনার বৃন্দাবন জয় বৃন্দাবন
শিরির জন্য ফরহাদ হল মুসাফির হল মুসাফির

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

দিওয়ানা মাস্তানা জেমস