সুখ নাই’রে লিরিক্স

আসমান ভাইঙ্গা জোছনা পড়ে
আমার ঘরে জোছনা কই?
আমার ঘরে এক হাঁটু জল
পানি তে থৈ থৈ।
নিশি রাইতে সবাই ঘুমায়
আমার চোখের নিদ্রা কোথায় রে?
এমনি কইরা দুঃখের বোঝা
আর কত কাল বই
আমার ঘরে এক হাঁটু জল
পানি তে থৈ থৈ।
চাইনি মানিক চাইনি রতন
সাধ আঁছিল মনের মতন রে
চান্দের আলো উজ্জ্বল ঘরে
সুখে দুঃখে রই
আমার ঘরে এক হাঁটু জল
পানি তে থৈ থৈ।
আসমান ভাইঙ্গা জোছনা পড়ে
আমার ঘরে জোছনা কই?
আমার ঘরে এক হাঁটু জল
পানি তে থৈ থৈ।

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

পাখি উড়ে যা লিরিক্স

Amar moton ke ache bolo lyrics

দিওয়ানা মাস্তানা জেমস

পত্র দিও জেমস

ঈশ্বর আছে জেমস