ঈশ্বর আছে জেমস

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না
সুরকারঃ জেমস
বছরঃ ১৯৯৭

খেটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে
খেটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে
ঈশ্বর আছে দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।।
ঈশ্বর আছে…।।।।

সবহারা মানুষের বুকের মাঝে ঈশ্বর আছে
ঘর ছাড়া পথিকের অচেনা পথে ঈশ্বর আছে
ঈশ্বর আছে দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।।
ঈশ্বর আছে…।।।।

ঈশ্বর আছে ঈশানে, অগ্নীতে, নৈঋতে, বাতাসে
ঈশ্বর আছে বৈরাগী বৃক্ষের পাতাহীন শাখাতে
ঈশ্বর আছে দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।।
ঈশ্বর আছে…।।।।

খেটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে
খেটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে
ঈশ্বর আছে দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।।
ঈশ্বর আছে…।।।।

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

দিওয়ানা মাস্তানা জেমস