নয়নে নয় |আর্ক|

শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ তাজমহল
গীতিকারঃ শামীম
বছরঃ ১৯৯৬

নয়নে নয় তবু কাঁদে হৃদয়।
এযে স্বপ্ন আমার শুধু নীরবে রয়।

জীবনের জলছবি এঁকেছিলে তুমি।
আমি ফেরারি কবি, একাকী ভাবি।

চেনা প্রেম কেনো নিঃশব্দে খুঁজি।
নয়নে নয়…..

লুকানো বেদনায় কেঁদেছিলে তুমি।
হলো নিরুপায় সবি, দূরে চলে যাবে বুঝি।

চেনা প্রেম আজো দূরে আছে জানি।
নয়নে নয়…..

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

দিওয়ানা মাস্তানা জেমস

পত্র দিও জেমস