Title : Eto Kosto
Artist : JamesAlbum : Warning 
Download : Eto Kosto


এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, 
যেন কান্নার কবিতা 
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, 
আঁকি ব্যাথার ছবিটা ।। 
পাবো হায় সুখের দেখা কি! 
নিঃসঙ্গ এই আমি একাকী ।। 
কেউ জানে কি, কেউ জানে কি, 
কতটা আমি আজ একাকী ।। 
কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, 
গিয়েছি ভেঙ্গেচুরে পৃথিবী জানে না, 
হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।। 
পাবো হায় সুখের দেখা কি! 
নিঃসঙ্গ এই আমি একাকী ।। 
কেউ জানে কি, কেউ জানে কি, 
কতটা আমি আজ একাকী ।।

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

Amar moton ke ache bolo lyrics

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

এই নীল মনিহার লিরিক্স

দিওয়ানা মাস্তানা জেমস

আলপনা তুমি মোরে ভুলে গেছ