সোনার মেয়ে |উইনিং|
ওগো সোনার মেয়ে
বলনা কি পেয়েছো
হৃদয় খুলে আপন ভুলে
ভালো কি বেসেছো
বলনা কি পেয়েছো
চোখেতে এনেছো আকাশের নীল
মনেতে এনেছো হৃদয়ের মিল
হৃদয় খুলে কন্ঠে সুরে
কত কথা এনে
আমার এই মন নিয়েছো
ওগো সোনার মেয়ে
বলনা কি পেয়েছো
হৃদয় খুলে আপন ভুলে
ভালো কি বেসেছো
বলনা কি পেয়েছো
হৃদয়ে দিয়েছো আবাগের সুর
রংধনু রঙ্গে মিষ্টি মধুর
হৃদয় খুলে মুক্ত হাসিতে
ভালোবাসা দিয়ে
আমার এই মন নিয়েছো
Comments
Post a Comment