রিক্সাওয়ালা জেমস
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ অনন্যা
সুরকারঃ জেমস
গীতিকারঃ আসিফ ইকবাল
বছরঃ ১৯৮৮
সারা গা ভেজা নোনা ঘামে তবু পথচলা নাহি থামে
তিনটি চাকা লেখা ঠিকানা
পিচঢালা পথ বড় চেনা
শুধু বিশ্রাম মেলেনা রিক্সাওয়ালা
চাকা না চললে কাটবে উপোষ বেলা
রিক্সাওয়ালা
চাকা না চললে কাটবে উপোষ বেলা
রিক্সাওয়ালা
আন্দোলন, বন্ধ, হরতাল
দেশ নিয়ে ওরা উত্তাল
সেই স্রোতে খুলে যায় কত নেতার কপাল
রিক্সাওয়ালার পোড়া ওই কপাল বদলায় না
শুধু বিশ্রাম মেলেনা রিক্সাওয়ালা
চাকা না চললে কাটবে উপোষ বেলা
রিক্সাওয়ালা
চাকা না চললে কাটবে উপোষ বেলা
রিক্সাওয়ালা
ককটেল বোমাবাজি
ভোট নিয়ে কারসাজি
অনিয়মে ডুবে গেছে এই দেশটা আজি
অনিয়মে পথচলা তার থামে না
শুধু বিশ্রাম মেলেনা রিক্সাওয়ালা
চাকা না চললে কাটবে উপোষ বেলা
রিক্সাওয়ালা
চাকা না চললে কাটবে উপোষ বেলা
রিক্সাওয়ালা
সারা গা ভেজা নোনা ঘামে তবু পথচলা নাহি থামে
তিনটি চাকা লেখা ঠিকানা
পিচঢালা পথ বড় চেনা
শুধু বিশ্রাম মেলেনা রিক্সাওয়ালা
চাকা না চললে কাটবে উপোষ বেলা
রিক্সাওয়ালা
চাকা না চললে কাটবে উপোষ বেলা
রিক্সাওয়ালা
Comments
Post a Comment