আলপনা তুমি মোরে ভুলে গেছ
শিল্পীঃ রেসপন্স
বছরঃ ১৯৮৯
আলপনা তুমি মোরে ভুলে গেছ
জানি আর কোনদিন ফিরে পাব না
সব স্মৃতি ভুলে দূরে চলে গেছ
জানি আর কোনদিন দেখা হবে না।।
মনের কথাগুলো নীরব আজি
তোমার হৃদয় সে খুজে না পেল
আশার ভাষাগুলো কখন কোথায়
কেমন করে জানি হারিয়ে গেল
পাব কী পাব না, জানি না ঠিকানা।।
চাঁদের আলোয় সারা রাত জেগে
তোমায় আপন মনে যাই যে ভেবে
মনে কী পড়ে ওগো কখন কোথায়
প্রথম দেখা হলো বলো তো কবে
জানি আজ ভুলে গেছ, স্মৃতি সব হারিয়েছ।।
Comments
Post a Comment