তুমি যদি নদী হও জেমস

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না
সুরকারঃ জেমস
বছরঃ ১৯৯৭

তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ।।
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর

তুমি লাজ রাঙ্গা গোধূলী হলে
আমি হব সন্ধ্যা কবি
আবীর রং এ রাখবো তুলে
তোমার লাজুক হাসি
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর

যদি তুমি সাগর নুড়ি হও
আমি হব ঝিনুক সৈকত
যদি তুমি রাতের আঁধার হও
আমি হব প্রভাত পাঞ্জেরী
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর

তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ।।
তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর।।।।।।।।

পোস্ট ন্যাভিগেশন
« যদি কখনো ভুল হয়ে যায়পত্র দিও »
আরও গান...

আশা আমার ভালোবাসা
আশা আমার ভালোবাসা
সুনীল বরুনা
সুনীল বরুনা
হও যদি নীল আকাশ
হও যদি নীল আকাশ
গোধূলি
গোধূলি
কেন বঞ্চিত হব চরণে!
কেন বঞ্চিত হব চরণে!
যদি হিমালয় হও তবে শুরু সেথায়
যদি হিমালয় হও তবে শুরু সেথায়

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

ঈশ্বর আছে জেমস

Apitaf | এপিটাফ lyrics

পত্র দিও জেমস

দিওয়ানা মাস্তানা জেমস