Ontohin Bedona Ark With Lyric
শিল্পী : হাসান
অ্যালবাম : তাজমহল
গীতিকার : হাসান
ব্যান্ড : আর্ক
বছর : ১৯৯৬
গানে গানে ভরা অনন্ত স্মৃতিগুলো।
অন্য কারো, আজ আমি থেকে দূরে।
এ মন জুড়ে।
অস্থির মৌনতা ছন্নছাড়া।
এ কি অসাড়তা।
এখন আমার হৃদয় সাগরে।
হারানো সুখেরি জোয়ারে।
অন্তহীন বেদনা।
গানে গানে ভরা…..
পড়ন্ত দুপুর আছে, প্রতীক্ষা প্রহর আছে।
এ মন যারে চায়, সে তো আসেনা।
স্বর্ণালী ভোর আছে, কবিতার সুখ আছে।
বিরহী এ মন তবু বাঁধ সাজে না।
এখন আমার হৃদয়…..
Comments
Post a Comment