নির্জন শালবন লিরিক্স
শিরোনাম : নির্জন শালবন
শিল্পী : বিপ্লব
ব্যান্ড : প্রমিথিউস
নির্জন শালবন, নির্জন শালবনে
গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায় কিছু বলতে তোমায় ।।
নির্জন শালবনে
গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায় কিছু বলতে তোমায়
জোনাকিরা বসে আর থেকো না আহা হা হা হা হা
মেঘ তুমি জোছনাকে ডেকো না ।।
মেঘ তুমি জোছনাকে ডেকো না
চেয়ে দেখ পুরোবিরা ওই দুলছে
সুরের মাধুরী যেন জ্বলছে
নির্জন শালবনে গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায় কিছু বলতে তোমায়
এই ক্ষণ জানি থেমে রবে না আহা হা হা হা হা
সময়তো কারো কথা কবে না...
মনে রাখা কথা গুলো ভুলে যেওনা
ফাগুনের রঙে মিশে থাকোনা
নির্জন শালবন, নির্জন শালবনে
গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায় কিছু বলতে তোমায় ।।
নির্জন শালবনে
গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায় কিছু বলতে তোমায়....
Comments
Post a Comment