QuickShortcutMaker Download
Posts
Showing posts from 2017
Likhte Parina Kono Gaan |James | With Lyrics
- Get link
- X
- Other Apps
শিরোনাম : লিখতে পারি না কোন গান শিল্পী : জেমস অ্যালবাম : বিতৃষ্ণা জীবনে আমার লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া। কিযে যন্ত্রনা এই পথচলা। বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা। লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া। কিযে যন্ত্রনা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা। হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে কিযে যন্ত্রনা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।। আকাশে চাঁদ ছিল একা পাহাড়ি ঝর্ণা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি আকাশে চাঁদ ছিল একা পাহাড়ি ঝর্ণা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি সে ব্যথা বুঝার আগে হারিয়ে তোমাকে তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে কিযে বেদনা তুমি বোঝনা তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।।
Sweety | সুইটি | Ark With Lyrics
- Get link
- X
- Other Apps
শিরোনাম : সুইটি শিল্পী : হাসান অ্যালবাম : তাজমহল ব্যান্ড: আর্ক সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না আহা হা, ঘুম আসে না নারে না ঘুম আসে না। তুমি আমি যে তরীর হাল ধরেছি, পাড়ি দেব মোরা বহু দূর, পথে বাঁধা কত পাহাড় মরু, তবুও তুমি ভেঙ্গে পড়োনা পড়োনা, ঘুম আসে না আহা হা, ঘুম আসে না নারে না ঘুম আসে না। আমি হাটি কোন পথ না মাড়ানো পথে, কণ্ঠে কত সুর কত গান, তুমি আছ শত মাইল পথ দূরে, একাকী বেদনা সয় না সয় না, ঘুম আসে না আহা হা, ঘুম আসে না নারে না ঘুম আসে না।
Ontohin Bedona Ark With Lyric
- Get link
- X
- Other Apps
শিরোনাম : অন্তহীন বেদনা শিল্পী : হাসান অ্যালবাম : তাজমহল গীতিকার : হাসান ব্যান্ড : আর্ক বছর : ১৯৯৬ গানে গানে ভরা অনন্ত স্মৃতিগুলো। অন্য কারো, আজ আমি থেকে দূরে। এ মন জুড়ে। অস্থির মৌনতা ছন্নছাড়া। এ কি অসাড়তা। এখন আমার হৃদয় সাগরে। হারানো সুখেরি জোয়ারে। অন্তহীন বেদনা। গানে গানে ভরা….. পড়ন্ত দুপুর আছে, প্রতীক্ষা প্রহর আছে। এ মন যারে চায়, সে তো আসেনা। স্বর্ণালী ভোর আছে, কবিতার সুখ আছে। বিরহী এ মন তবু বাঁধ সাজে না। এখন আমার হৃদয়…..