Nirjon Shalboney Prometheus Lyrics



Title - Nirjon Shalboney

Album - Muktir Prottashay
Band - Prometheus

নির্জন শালবন, নির্জন শালবনে
গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায়  কিছু বলতে তোমায় ।।
নির্জন শালবনে
গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায়  কিছু বলতে তোমায় 

জোনাকিরা বসে আর থেকো না আহা হা হা হা হা

মেঘ তুমি জোছনাকে ডেকো না ।।
মেঘ তুমি জোছনাকে ডেকো না 
চেয়ে দেখ পুরোবিরা ওই দুলছে
সুরের মাধুরী যেন জ্বলছে

নির্জন শালবনে গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায়  কিছু বলতে তোমায়

এই ক্ষণ জানি থেমে রবে না আহা হা হা হা হা
সময়তো কারো কথা কবে না...
মনে রাখা কথা গুলো ভুলে যেওনা 
ফাগুনের রঙে মিশে থাকোনা

নির্জন শালবন, নির্জন শালবনে
গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায়  কিছু বলতে তোমায় ।।

নির্জন শালবনে
গুঞ্জন মনে মনে মন যেন ছায়, মন যেন ছায়  কিছু বলতে তোমায়....

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

Amar moton ke ache bolo lyrics

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

এই নীল মনিহার লিরিক্স

দিওয়ানা মাস্তানা জেমস

আলপনা তুমি মোরে ভুলে গেছ