Jononi Warfaze Lyrics

Title - Jononi

Artist - Warfaze
Album - Jibon Dhara


আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলঙ্কারে রূপলী রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া

এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর
আমার মা

মা গো মা ও মা
এই পৃথিবীর এতো আলো
এতো যে সুন্দর
জীবনের স্পন্দনে
এতো আনন্দ
জেনেছি সেতো শুধু
তোমারই জন্যে
ও গো মা

সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউয়ে দামাল হাওয়া
গাঙচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডোবে সাগরের বুকে

এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর
আমার মা

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

Amar moton ke ache bolo lyrics

E Kon Bethay Jewel Lyrics

তারায় তারায় লিরিক্স জেমস

এই নীল মনিহার লিরিক্স

দিওয়ানা মাস্তানা জেমস

আলপনা তুমি মোরে ভুলে গেছ