Bela Seshe Orbit Lyrics

Title - Bela Seshe
Singer - Ali Ahmed Babu
Band - Orbit

আ...আ...আ...

বেলাশেষে গানে..
কেন কেঁদেছিলে
কেনইবা চলে গেলে
বুঝিনি তো আগে

শত ব্যাথা দুঃখ জমাট বেধে 
বয়েছে তোমার বুকের মাঝে দারুণ শোকে ।।
চাই দিতে সুখেরও ছোঁয়া আমি 
তোমার দুঃখের সাগরে 

বেলাশেষে গানে..
কেন কেঁদেছিলে
কেনইবা চলে গেলে
বুঝিনি তো আগে

নিভে গেছে মনটা সাধের আলোই
জ্বলেনাতো আর তোমার বুকের দারুণ শোকে ।।

চাই দিতে একে সেই মনের আঁধার 
তোমার হৃদয় গভীরে...

বেলাশেষে গানে..
কেন কেঁদেছিলে
কেনইবা চলে গেলে
বুঝিনি তো আগে


আ...আ...আ...

Comments

এই সপ্তাহের পোস্ট সমূহ

তারায় তারায় লিরিক্স জেমস

Amar moton ke ache bolo lyrics

E Kon Bethay Jewel Lyrics

Sesher gaan Tahsan and Mithila lyrics

ঈশ্বর আছে জেমস

তুমি যদি নদী হও জেমস