Hasan - Nirobotay
Title : Nirobotay
Artist : Hasan Ark
Album : Nirobota
পারিনি ধরে রাখতে তোমায়
হৃদয়ের ভালোবাসা দিয়ে ও
পারিনি বেঁধে রাখতে তোমায়
এ আমার সীমাহীন বাঁধনে ও।
যে স্মৃতি দিয়ে গেছো উপহার
সে এক বেদনার জলধাঁরায়
বেধনারি জলধাঁরায়..
নীরবতায়...
কোথায় তুমি আজ,হারালে কোথায়
তুমি আজ হারালে কোথায়...
নিল রং সে ব্যথায়
এখনো ক্রমশয় করে হ্ময়
এজীবন অকারন
সবটাই বৃথা যে মনে হয়।
যে স্মৃতি দিয়ে গেছো উপহার
সে এক বেদনার জলধাঁরায়
বেদনারি জলোধাঁরায়..
নিরবতায়....
কোথায় তুমি আজ,হারালে কোথায়
তুমি আজ হারালে কোথায়...
তবুও স্বপ্ন অপরূপ এ মনে উঁকি দেয়
এজীবনে না পেলেও
ওপাড়ের জীবনে পাব তোমায়।
Comments
Post a Comment